গরম পানির সঙ্গে লেবু বাঁচাতে পারে আপনার জীবন

লেবু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তা আমরা সবাই জানি। তবে গরম পানির সঙ্গে লেবু খাওয়ারও যে রয়েছে আশ্চর্য উপকারিতা তা আমরা অনেকেই জানি না।
বেইজিং সামরিক হাসপাতালের চীফ এক্সিকিউটিভ অধ্যাপক চেন হোরিন বলেন, গরম পানির গ্লাসে লেবু বাকি জীবনের জন্য আপনাকে বাঁচাতে পারে।

তৈরি ও সেবন পদ্ধিতি

একটা লেবু তিন টুকরা করে কেটে একটা কাপে রাখুন। তারপর গরম পানি ঢালুন। এটি একটি প্রতিষেধক পানীয়তে পরিণত হবে। প্রতিদিন খালি পেটে এই পানীয় পান করুন।

উপকারিতা: চেন হোরিন বলেন, খালি পেটে প্রতিদিন সকালে গরম পানির সঙ্গে লেবু মিশিয়ে খেলে কিছু বিশেষ উপকার পাওয়া যায়। আসুন জেনে নেই এই দ্রবণ আমাদের কী কী কাজে লাগে-

প্রথমতঃ এই পানীয় ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে। এই দ্রবণ থেকে এন্টি ক্যান্সার ড্রাগ বের হয়। ক্যন্সার, টিউমারের উপর গরম লেবুর রসের একটি কার্যকরী প্রভাব আছে এবং এটা সব ধরনের ক্যান্সারের চিকিৎসায় কার্যকরী।

এই নির্যাসের চিকিৎসায় (গরম লেবুর রস) শুধু মাত্র ম্যালিগন্যান্ট কোষ ধ্বংস হবে এবং সুস্থ কোষের উপর এর কোনো প্রভাব পরবে না।

দ্বিতীয়তঃ লেবুর রস এসিড এবং মন কার্বক্সিলিক এসিড উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন...