রাজধানীতে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৮

পিবিএ,ঢাকা: সোমবার ২৮ জুন র‌্যাব-১০ গোপন তথ্যের ভিত্তিতে রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতিকালে স্থানীয় “আনকান গ্যাং” এর ৮ (আট) সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সাকিব হোসেন ওরফে আনকান (২০), ২। মোঃ রাকিব হাসান (১৯), ৩। মোঃ মাছুদ মোল্লা (১৯), ৪। মোঃ ফরহাদ (১৯), ৫। মোঃ রাজু আহমেদ (১৯), ৬। মোঃ নাদিম হাসান (১৮), ৭। মোঃ ইমরান হোসেন (১৮) ও ৮। মোঃ মাসুম বিল্লাহ (১৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ২ টি ছোঁরা, ২ টি চাপাতি, ১ টি সুইচ গিয়ার চাকু, ২ টি চাকু ও ২৪ টি আতশবাজি ও ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই অপরাধীরা স্থানীয় “আনকান গ্যাং” এর সদস্য। তারা মহাখালীর বাস স্ট্যান্ড ও রেলগেট এলাকাসহ বিভিন্ন জনবিরল এমনকি জনসমাগমপূর্ণ স্থানে একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশেপাশের কেউ কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ সাথে বহন করা দ্রব্যসামগ্রীর ব্যাগ প্রভৃতি ডাকাতি করে দ্রুত পালিয়ে যেত। গ্রেফতারকৃত অপরাধীরা স্বীকার করে যে, ডাকাতি/ছিনতাই ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভূমি দস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশীশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মের সাথে জড়িত রয়েছে। প্রায়শঃই তারা এলাকায় প্রভাব বিস্তারকল্পে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে। এছাড়া তারা মহাখালী বাস স্ট্যান্ড, রেলগেট এলাকায় ও মহাখালী ফ্লাই ওভারের উপর বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে সাধারন মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টিসহ ডাকতি, ছিনতাই, রাহাজানি ইত্যাদির সাথে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পিবিএ/জেডএইচ

আরও পড়ুন...