পিবিএ ডেস্ক : ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে তিনি লড়বেন না। আজ রবিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন অভিনেতা রজনীকান্ত। শুধু তাই নয়, তার দল যে কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবে না সে বার্তাও দিয়েছেন তিনি। রজনী বলেন, ‘লোকসভা নির্বাচনে আমার দল কোনও রাজনৈতিক দলকেই সমর্থন করছে না। তাই আমার ছবি, রজনী মাক্কাল মণ্ডরম-এর পতাকা অথবা রজনী ফ্যান ক্লাবকে যেন কোনও দল তাদের প্রচারে ব্যবহার না করেন।’
তামিলনাড়ুতে খাবার পানির সংকট প্রকট। রজনীর তাই রাজ্যবাসীর কাছে আহ্বান, যে দল এই সমস্যা থেকে পাকাপাকিভাবে তামিলনাড়ুকে মুক্তি দিতে পারবে এবং পানির সমস্যা মেটাতে ভাল নীতি নিয়ে আসবে তাদেরকেই বেছে নিতে হবে। ২০১৭ সালেই তামিল সুপারস্টার ঘোষণা করেছিলেন, তিনি রাজনীতিতে নামতে চলেছেন। কোন রাজনৈতিক দলে নাম লেখাতে চলেছেন, নাকি সম্পূর্ণ আলাদা একটি দল গঠন করবেন তা নিয়ে বিস্তর জল্পনা চলছিল। নানা মাধ্যম থেকে এমনও শোনা যাচ্ছিল, রজনী নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন! কিন্তু সব সম্ভাবনায় পানি ঢেলে দিয়েছিলেন খোদ রজনীই।
রাজনীতির আঙিনায় পা রেখেছেন তিনি। তবে কোনও রাজনৈতিক দলে নাম লেখাননি তিনি। আলাদা একটি দল গঠন করবেন বলে জল্পনা চলছে। আর সেই দলের নাম কী হবে সেটা নিয়েও আমজনতা থেকে রাজনৈতিক দলগুলির মধ্যে রয়েছে বিস্তর কৌতূহল। তবে ২০২১ সালে যে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে তার দল লড়বে সেটা ঘোষণা করেছিলেন আগেই।
পিবিএ/জিজি