সুনীল চৈধুরী, পিবিএ খুলনা: খুলনার পাইকগাছায় চিংড়ী ঘের থেকে ৩২টি হ্যfন্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সোলাদান ইউনিয়নের ভিলেজ পাইকগাছার সবুর সরদারের ছেলে কামাল সরদারের চিংড়ী ঘেরের মাটি কেটে বাঁধ দেবার সময় গ্রেনেড গুলো উদ্ধার হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে গ্রেনেডগুলো জব্দ করে পুলিশের
হেফাজতে নেয়।
পাইকগাছা থানার ওসি এমদাদুল শেখ জানান, চিংড়ী ঘেরে মাটি কাটার সময় গ্রেনেডগুলো দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে তারা সেখানে গিয়ে হেফাজতে নেয়। উদ্ধারকৃত গ্রেনেডগুলো মাটির নিচে বাক্সবন্দী অবস্থায় ছিল। এগুলো সম্ভবত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এখানে লুকিয়ে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ।
উদ্ধারকৃত গ্রেনেডগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য খুলনা থেকে সেনাবাহিনী ও পুলিশের বোমা ডিসপোজেবল টিম ঘটনাস্থলে আসছে বলে ওসি জানান।
পিবিএ/এসসি/জেডআই