পিবিএ ঢামেক: রাজধানীর কদমতলী জুরাইন মেডিকেল রোডের একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্টে রুবিনা আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা ৩ টায় মৃত ঘোষণা করেন।
বরিশাল সদর উপজেলার আলতাফ হোসেনের স্ত্রী রুবিনা। ২ ছেলে ও ১ মেয়ে সহ পরিবার নিয়ে জুরাইন মেডিকেল রোডের ৩৩৩/এ নম্বর টিনসেড বাসায় ভাড়া থাকতেনন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা স্বামী আলতাফ হোসেন জানান, দুপুরে গোসল করার পর রুবিনা বাসার সামনে টানানো জিআই তারের মধ্যে কাপড় শুকাতে দিচ্ছিলেন। জিআই তারটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকায় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। কবে বিনা ময়না তদন্তে লাশ নিতে স্বজনরা কদমতলী থানায় গিয়েছেন।
পিবিএ/এইচএ/জেডআই