টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

পিবিএ টাঙ্গাইল: টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার্থী মহাসেতা সাহা উর্বি (১৫) নামের শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আজ রবিবার দুপুরে শহরের আকুর টাকুর পাড়াস্থ নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত এসএসসি পরীক্ষার্থী টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা প্রভাত চন্দ্র সাহার মেয়ে ও টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

টাঙ্গাইল মডেল থানার এসআই মানিক চন্দ্র দে বলেন, ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরতহাল শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।

তাৎক্ষনিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

আরও পড়ুন...