পিবিএ,ঢামেক: রাজধানীর মগবাজার ফ্লাইওভার ব্রীজ থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সাইদুর। বয়স আনুমানিক ২৫ বছর।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৫ টায় মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা রমনা থানার উপ পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, বিকেলে মগবাজার ফ্লাইওভার ব্রীজের উপর থেকে ন্যাশনাল ব্যাংক এর সামনে পড়ে যায় ওই যুবক। খবর পেয়ে তাকে উদ্ধার করে পাশের হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরো জানান, আহত অবস্থায় ওই যুবক তার নাম সাইদুর বলে জানায়। বাড়ি রংপুর পীরগাছা উপজেলায় মিরাপাড়া গ্রামে। বাবার নাম বাবলু ও মায়ের নাম সালমা বেগম।
ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
পিবিএ/এইচ/এমএসএম