বাড়ির বাইরে নিরাপদ থাকতে যে দোয়া পড়বেন

মহামারির এই বিপদের সময় কারণে-অকারণে ঘরের বাইরে যেতে হচ্ছে। কেউ বা যাচ্ছেন অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে। বাসা-বাড়ি-ঘর থেকে প্রয়োজনের তাগিদে বাইরে যেতে নিরাপত্তা ও শান্তির জন্য পড়া যেতে পারে বিশ্বনবীর শেখানো ছোট্ট একটি দোয়া। শান্তি ও নিরাপত্তায় যে দোয়াটি পড়তেন তিনি। হাদিসে এসেছে-

হজরত আনাস ইবনে মালেক (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন কোনো ব্যক্তি তার ঘর থেকে বের হওয়ার সময় বলবে-
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
উচ্চারণ : ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।’

তখন তাকে বলা হয়, তুমি হেদায়েত প্রাপ্ত হয়েছ, রক্ষা পেয়েছ ও নিরাপত্তা লাভ করেছ। সুতরাং শয়তানরা তার থেকে দূর হয়ে যায় এবং অন্য এক শয়তান বলে, তুমি ঐ ব্যক্তিকে কি করতে পারবে যাকে পথ দেখানো হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে এবং (যাবতীয় বিপদ-আপদ থেকে) রক্ষা করা হয়েছে! (আবু দাউদ)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, মহামারি দুর্যোগের এ সময়ে ঘরে কিংবা বাইরে শান্তি ও নিরাপত্তা পেতে এবং শয়তানের আক্রমণ থেকে মুক্ত থাকতে বেশি বেশি এ দোয়াটি পড়া।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন।

আরও পড়ুন...