সাদ অনুসারীদের ইজতেমা ১ দিন বাড়িয়ে মঙ্গলবার মোনাজাত

পিবিএ, ঢাকা: সাদ অনুসারীদের ইজতেমার আখেরি মোনাজাতে একদিন বাড়িয়ে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামিকাল সোমবার ।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, দূর্যোগপূর্ণ আবহাওয়া এবং সময় মতো প্রস্তুতি না থাকায় সাদ অনুসারী মুসুল্লিদের ইজতেমার আখেরি মোনাজাত সোমবারের পরিবর্তে মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সাদ অনুসারী মুসুল্লিরা তাদের প্রস্তুতি না থাকার বিষয়টি মন্ত্রণালয়কে অভিহিত করেন। পরে তাদের পক্ষের ইজতেমার আয়োজক মুরুব্বিদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের জন্য এক দিনের সময় বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে গত শুক্রবার বাদ ফজর শুরু হয় ৫৪তম বিশ্ব ইজতেমা। শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় ১ম পক্ষের ইজতেমা। পরে রবিবার সাদ অনুসারীদের ইজতেমা শুরু হলেও বৃষ্টির কারণে তারা দুর্ভোগের কবলে পড়া এবং তাদের মুসল্লিদের প্রস্তুতি না থাকায় একদিন সময় বাড়ানো হয়।

পিবিএ/এমটি/জেডআই

আরও পড়ুন...