মোহাম্মদপুরে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিবিএ,ঢাকা: কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেটের একটি চালান মাছ বাহী ট্রাকে করে কিছু অসাধু ইয়াবা ব্যবসায়ী রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে মাছের চালান সরবরাহের আড়ালে ইয়াবা বহন করে নিয়ে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে রোববার ৬টার দিকে র‌্যাব-২ এর অভিযানের পূর্বেই আসামীরা ইয়াবার চালান খালাস করে একই থানার হাজী চিন্নু মিয়া রোড সংলগ্ন ১৫সি/১২ আনোয়ারা ভিলা নামক ভবনের তিন তলায় মজুদ করেছে। র‌্যাবের ঝটিকা অভিযানে সাড়ে সাতটার দিকে উক্ত বাড়ির ভাড়াটিয়া আব্দুস সালাম জনি (৩৩), আরমান হোসেন (৩২), মোঃ ইমরান হোসেন (৩২) কে আঁটক করে তাদের হেফাজত হতে ১৮,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে র‌্যাব জানায়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানায় বর্তমান যুব সমাজে ইয়াবার ব্যাপক চাহিদা থাকায় চড়া দামে বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাছ বাহী ট্রাকে করে চামাল পরিবহণের আড়ালে করে ইয়াবা ট্যাবলেট রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে।
গত ৬ বছর ধরে মাছ পরিবহনের আড়ালে ইয়াবার চালান সরবরাহ করেছে বলে জানায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

আরও পড়ুন...