গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে গ্রেফতার-৩১

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মাদক ও বিশেষ অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে আজ সোমবার সকাল পযর্ন্ত এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জরা জানান, জেলার আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চলানো হয়। এসময় সদর থানা পুলিশ ১১ জন, কাশিয়ানী থানা ৫ জন, কোটালীপাড়া থানা ৪ জন, মুকসুদপুর থানা পুলিশ ৭ জন ও গেয়ন্দা পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।

তারা আরো জানান, আইন শৃংখলা পরিস্থিতি ঠিত রাখতে এ অভিযান চলবে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পিবিএ/বিএস/এমএসএম

আরও পড়ুন...