লোকসভা নির্বাচন সামলাবেন সুনীল

পিবিএ, ভারত ডেস্ক– ভারতের ২০১৯ সালের লোকসভা নির্বাচন সামলাবেন সুনীল অরোরা। তিনি মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াতের স্থলাভিসিক্ত হচ্ছেন। রবিবার দায়িত্বগ্র্রহণ করছেন তিনি।

শনিবার মুখ্য নির্বাচন কমিশনার পদ থেকে অবসর নিয়েছেন ওমপ্রকাশ রাওয়াত। রাষ্ট্রপতি ভবন থেকেই নির্দেশ পাওয়ার পরই কেন্দ্র তাকে মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে চূড়ান্ত করেছে।

অরোরার কাঁধে ২০১৯ সালের লাকসভা নির্বাচন ছাড়াও আরও কিছু গুরুদায়িত্ব রয়েছে। এর মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, ওড়িশা, মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ ও সিকিমের বিধানসভা নির্বাচন। ফলে বেশ কঠিন সময় অপেক্ষা করছে তার জন্য।

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কেউ সর্বোচ্চ ৬ বছর কিংবা ৬৫ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনে সিনিয়র কমিশনারকেই মুখ্য নির্বাচন কমিশনার পদে উন্নিত করা হয়।

প্রাক্তন আমলা সুনীল অরোরা নির্বাচন কমিশনে যোগ দেন ২০১৭ সালের ৩১ অাগস্ট। একসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব পদে চাকরি করেছেন তিনি। এছাড়াও ছিলেন কেন্দ্রের স্কিল ডেভলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রনারশিপ মন্ত্রণালয়ের। ১৯৮০-র ব্যাচের রাজস্থান ক্যাডেটের এই আইএএস অফিসার দায়িত্ব সামলেছেন অর্থ, টেক্সটাইল মন্ত্রণালয় ও প্ল্যানিং কমিশনে। কেন্দ্রীয় বেসামরিক পরিবহন দফতরের সেক্রটারি হিসেবেও দায়িত্ব সামলেছেন। ১৯৯৩-১৯৯৮ সাল পর্যন্ত তিনি ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রীর সচিব।

পিবিএ/এমটি/এএইচ

 

আরও পড়ুন...