এমপিদের শপথ চ্যালেঞ্জের রিট খারিজ

highcort-PBA

পিবিএ,ঢাকা: দশম জাতীয় সংসদ না ভেঙে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯০ সংসদ সদস্যদের পদে থাকার বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার ( ১৮ ফেব্রুয়ারি) শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী তাহিরুল ইসলাম একাদশ নির্বাচনে নির্বাচিতদের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত মাসে রিটটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। তিনি বলেন, রিট আবেদনে দাবি করা হয়, দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ সংসদে নির্বাচিতরা দায়িত্ব নিয়েছেন। অথচ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতরা ৩ জানুয়ারি শপথ নেন। ভবিষ্যতে দায়িত্বপালনের জন্য তারা এই শপথ নেন। দশম সংসদের মেয়াদ শেষে ৩০ জানুয়ারি সংসদ অধিবেশনের মধ্যে দিয়ে একাদশ সংসদের কার্যক্রম শুরু হয়। এ ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। এসব দিক বিবেচনায় নিয়ে আদালত সরাসরি রিটটি খারিজ করে দেন।

হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী সাকিব মাহবুব।

পিবিএ/এফএস

আরও পড়ুন...