স্নাতকোত্তর দিয়ে সশরীরে পরীক্ষা শুর কুবিতে

ইমরান হোসাইন,কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রথমে শুধুমাত্র স্নাতকোত্তরের শিক্ষার্থীরা সশরীরে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন৷

রোববার (২৯ আগস্ট) একাডেমিক কাউন্সিলের সভা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন এ তথ্য জানান৷

প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, আজ রোববার সভায় অনলাইন, অফলাইন দুইটি সিদ্ধান্তই নেওয়া হয়েছে। প্রথমে শুধুমাত্র স্নাতকোত্তরের পরীক্ষা শুরু হবে অফলাইনে। আর স্নাতকোত্তর ব্যতীত অন্যান্যদের যেকোনো সেমিস্টারের পরীক্ষা অনলাইনে নিতে পারবে।

কবে থেকে সশরীরে পরীক্ষা শুরু হবে এ বিষয়ে প্রক্টর বলেন, কেন্দ্রীয় পরীক্ষা কমিটি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করবেন৷

কেন্দ্রীয় পরীক্ষা কমিটির আহবায়ক আমিনুল ইসলাম আকন্দ পরীক্ষার শুরুর তারিখ নিয়ে বলেন, আমরা মিটিং করে পরীক্ষা তারিখ নির্ধারণ করবো, মিটিং ছাড়া তারিখ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

আরও পড়ুন...