পাবনায় ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

 

accident-500 PBAপিবিএ,পাবনা: পাবনার সুজানগরে বালুর ট্রাকের ধাক্কায় কাজেম প্রামাণিক (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় রিপন নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৮ ফ্রেব্রুয়ারী ২০১৯) দুপুরে উপজেলার মানিকহাট ইউনিয়নের মালিফা মোড়ে এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যবসায়ী সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামের আবু বকর প্রামানিকের ছেলে। আহত রিপন একই ইউনিয়নের গাজির তেমাথা মোড় এলাকার আজিজ খন্দকারের ছেলে।

নিহতের শ্যালক আসাদুল্লাহ পিবিএকে জানান, সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটভিলা থেকে টমেটো কিনে ভ্যান গাড়িতে দুবলিয়া বাজারের দিকে রওনা হলে, মালিফা মোড়ে পৌঁছালে পিছন থেকে একটি বালুর ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সুজানগর থানার ভারভাপ্ত কর্মকর্তা শরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে পিবিএকে জানান, লাশ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়ে, এবং আহত ব্যাক্তিকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এবং ঘাতক ট্রাককে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিবিএ/এআইজে/হক

 

আরও পড়ুন...