দিনাজপুরে উপজেলা নির্বাচনে আ.লীগের প্রতিদ্বন্দ্বি বিএনপির স্বতন্ত্র প্রার্থী

সালাহ উদ্দিন আহমেদ, পিবিএ দিনাজপুর: দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের ১৩টি উপজেলায় আওয়ামীলীগের মনোনিত এবং নির্দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির বেশ কয়েকজন দলীয় (নেতা) প্রার্থী। বিরল এবং কাহারোল উপজেলায় বিদায়ী পরিষদে চেয়ারম্যান পদে আসিন বিএনপির দুইজন নেতা ছাড়াও চেয়ারম্যান ভাইস চেয়ারমান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন সম্ভাব্য প্রার্থীরা।

আজ শেষ দিনে উৎসবমূখর পরিবেশে দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তারা। এদের মধ্যে সদর উপজেলায় আওয়ামীলীগের প্রার্থী এদদাদ সরকারের সাথে প্রতিদ্বন্দ্বিতায় স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির জেলা কমিটির নেতা (সাবেক ভাইস চেয়ারম্যান) মোকাররম হোসেন। বিরলে আওয়ামীলীগে প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুর সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন পরিষদের বিদায়ী চেয়ারম্যান বিএনপি নেতা আ ন ম বজলুর রশিদ কালু।

 

জেলা নির্বাচন অফিস জানায়, ১৩ উপজেলায় ১৭০জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪৮ জন ভাইস চেয়ারম্যান পদে ৭৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিল করেছেন ৪৭জন নারী প্রার্থী। আগামী ২০ ফেব্রুয়ারী বাছাই এবং ২৭ ফেব্রুয়ারীর মধ্যে প্রত্যাহার শেষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ১৮ ই মার্চ বুধবারে।

 

পিবিএ/এসইউএ/জেডআই

আরও পড়ুন...