ইপিএলে খেলতে দেশ ছাড়লেন তামিম

এভারেস্ট প্রিমিয়ার লিগ বা ইপিএলে খেলতে নেপালের উদ্দেশে দেশ ছেড়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

শুক্রবার ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। করোনাভাইরাসের কারণে ঢাকা টু কাঠমান্ডুর সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় কাতার হয়ে যেতে হচ্ছে তামিমকে।

ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন এই ড্যাশিং ওপেনার। সেখানে তার সঙ্গে আরো খেলবেন শহিদ আফ্রিদি, সিকান্দার রাজা, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ শেহজাদ, উপুল থারাঙ্গা, ধাম্মিকা প্রাসাদদের মতো তারকা ক্রিকেটার।

বর্তমানে হাঁটুর চোটে রিহ্যাব প্রক্রিয়ায় আছেন তামিম। ঢাকা ছাড়ার আগে শেষবারের মতো মিরপুরে অনুশীলন করেছেন তিনি। সেন্টার উইকেটে দীর্ঘক্ষণ ঝালিয়ে নেন নিজেকে।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি না খেলেই দেশে ফিরে আসেন তামিম। খেলেননি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজেও। এই সময় হাঁটুর চোট থেকে পুনর্বাসনের জন্য পুরোপুরি বিশ্রামে ছিলেন তামিম। তবে পুনর্বাসনের সময়েও নিয়মিত ফিটনেস ট্রেনিং করে গেছেন তিনি।

হাঁটুর ইনজুরিতে ভোগার পর নেপালের এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তামিম। দীর্ঘদিন ধরে খেলেননি জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি। তাই নাম সরিয়ে নিয়েছেন বিশ্বকাপ থেকে। তবে রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসেবেই খেলছেন ইপিএলে।

আগামী শনিবার ইপিএল শুরু হলেও তামিমদের দল ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের প্রথম ম্যাচ রোববার।

আরও পড়ুন...