পরে সেখানেই তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে বলে স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেইনফো।
ইনজামামের অসুস্থতা নিয়ে তার ম্যানেজার স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, গত তিন দিন ধরেই সাবেক এই ক্রিকেটার বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন। যদিও এ ক’দিন তিনি বাড়িতেই ছিলেন।
সোমবার সন্ধ্যায় হঠাৎ করে বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, তার হার্টে একটি ‘ব্লক’ রয়েছে। এরপরই চিকিৎসকরা তার অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন।
তবে অনুরাগীদের জন্য স্বস্তির খবর হচ্ছে, ৫১ বছর বয়সী ইনজামামের অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতাল সূত্রেই এখন খবর জানানো হয়েছে। তবে আপাতত কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি হাসপাতালেই থাকবেন।
পাকিস্তানের জার্সিতে সবচেয়ে সফল অধিনায়কদের একজন ইনজামাম উল হক। ১৯৯২ সালে পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জয়ের পর বিশ্বক্রিকেটে তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন।
একদিনের ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ইনজামাম উল হক। ৩৭৫টি ম্যাচ খেলে তিনি করেছেন ১১ হাজার ৭০১ রান। এছাড়া টেস্টে ১১৯টি ম্যাচ খেলে তার নামের পাশে যোগ করেছেন ৮ হাজার ৮২৯ রানের মাইলফলক।
উল্লেখ্য, পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০০৭ সালে। তারপর তিনি পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হন। বেশ কিছু দিন আফগানিস্তানের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ইনজামাম ছিলেন পাকিস্তান ক্রিকেটের মুখ্য নির্বাচক।
এছাড়া ক্রিকেটের সমসাময়িক বিষয় নিয়ে নিজের ইউটিউব চ্যানেলেও বেশ সরব থাকতে দেখা যায় ইনজামাম উল হককে। এইতো কদিন আগে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের প্রথম সারির দল না আসায় ক্রিকেট সংস্থা আইসিসিকে ধুয়ে দিয়েছিলেন তিনি। বলেছিলেন, আইসিসি কি ঘুমিয়ে আছে? এই সব দেখে না?