চুয়াডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় শার্টারগান উদ্ধার

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি শার্টারগান উদ্ধার করেছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের উমাপুর গ্রাম থেকে শার্টার গান উদ্ধার করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই নাহিরুল ইসলাম ও জিয়াউর রহমান রাতে সীমান্তবর্তী উমাপুর গ্রামের অভিযান চালায়। এ সময় উমাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে আম বাগানের মাটির নিচে থেকে এ অস্ত্র উদ্ধার উদ্ধার হয়।

পিবিএ/টিটি/এইচএইচ

আরও পড়ুন...