খাগড়াছড়িতে লীনার চিকিৎসায় পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

আল-মামুন,পিবিএ,খাগড়াছড়ি: “মানুষ মানুষের জন্য” “জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারেনা” এ স্লোগানকে ধারণ করে খাগড়াছড়িতে দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত লীনা ত্রিপুরাকে আর্থিক মানবিক সহায়তা দিয়েছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

লীনা ত্রিপুরা (০৪) খাগড়াছড়ির সদর উপজেলার বিজিতলা ভূবন কার্বারী পাড়ার বাসিন্দা ও স্বর কুমার ত্রিপুরা ও সোনিয়া ত্রিপুরা সন্তান। সোমবার (১৮ ফেব্রুয়ারী ১৯) হৃদরোগে আক্রান্ত লীনা ত্রিপুরা চিকিৎসার সাহায্যার্থে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর পক্ষে দায়িত্বরত অর্থ সম্পাদক তজিম চাকমা ও তথ্য-প্রচার সম্পাদক মিটন চাকমা আক্রান্ত লীনা ত্রিপুরা অভিভাবককে চিকিৎসার জন্য দুই লক্ষ টাকা তুলে দেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) সমনীতি ও সমআইনে কখনো আপোষ করেনা তার একটি জ্বলন্ত উদাহরণ উল্লেখ করে এ ধরনের মানবিক সহায়তা ও সাধারণ মানুষের পাশে দাড়ানো অব্যাহত থাকবে বলে জানান। ইউপিডিএফ (গণতান্ত্রিক) প্রেরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

পিবিএ/এলএম/এইচএইচ

আরও পড়ুন...