প্রার্থীরা ভোট প্রার্থনায় ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে

kushtia-cort-election-PBA

পিবিএ,কুষ্টিয়া: ভোটারদের কাছেও চলছে প্রার্থীদের বিগত দিনের ভালমন্দ কাজের চুলচেরা বিশে¬ষণ। আর মাত্র ৫ দিন বাকী কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ নির্বাচনের। প্রার্থীরা বসন্তকালের মৃদু শীতের উত্তাপ মাড়িয়ে রাতের আধারে ভোট প্রার্থনায় ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে। চলছে গভীর রাত পর্যন্ত ভোটারদের সাথে মতবিনিময় ও ভোট চাইবার কাজ। অল্প সময়ের এ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া জেলা আইনজীবী ভবন নিরোত্তাপ থাকলেও বর্তমানে নির্বাচনী উত্তাপের আমেজ বইছে ভোটারদের মাঝে। নির্বাচনী প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। কোর্টের ওয়ার্ক টাইম কোনমতে শেষ করেই প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণায় মোটর সাইকেলসহ যে যার মত পরিবহনে কিংবা পদব্রজে যাচ্ছেন ভোটারদের কাছে।

পেশাগত হাজারো ব্য¯ততার মধ্যেও ভোটকে কেন্দ্র করে একে অপরের সাথে দেখা করছে এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। প্রার্থীরা আইনজীবীদের সার্বিক কল্যাণে ও সমিতির উন্নয়নের কথা শুনাচ্ছেন ভোটারদের। নিজ নিজ ক্যাম্পে বসেও ভোটারদের সাথে খোশগল্প মিষ্টিমুখসহ নানা আপ্যায়নে আপ্যায়িত করছেন প্রার্থীরা। আবার কেউ কেউ পেশাগত হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে ও ভোট চাইতে ভোটারদের কাছে ছুটছেন।

তফশীল অনুযায়ী আগামী ২৪ ফেব্রুয়ারী রবিবার ২০১৯-২০ ইং সাল মেয়াদী কমিটির নির্বাচন সমিতির নিজস্ব ভবনের নতুন হল রুমে অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন-সিনিয়র আইনজীবী এ্যাড. এস.এম আনসার আলী। তার সাথে নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবি এ্যাড. আক্তারুজ্জামান ও সিনিয়র আইনজীবি এ্যাড.আশরাফ হোসেন।

নির্বাচনে এখন প্রায় প্রকাশ্যে দুটি প্যানেলের প্রার্থী-কর্মী সমর্থকরা দল বেধে ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। প্রচারনার ক্ষেত্রে শেষ পর্যন্ত এই অবস্থা থাকে কিনা সেটি বিবেচ্য না হলেও হ্যাভি ওয়েট প্রার্থীরা কে কোন প্যানেলের প্রার্থী সেটি কিন্ত ভোটারদের কাছে পরিস্কার হয়ে উঠেছে। নির্বাচন নিয়ে আইনজীবীদের মাঝে উত্তাপের আমেজ বইছে। প্রার্থীরা খুব জোরে-সরেই নেমেছেন নির্বাচনী মাঠে। চলছে নিজ নিজ সেরে¯তার আইনজীবীদের নিয়ন্ত্রণের জোর চেষ্টা। পেশাগত হাজারো ব্য¯ততার মধ্যেও ভোটকে কেন্দ্র একে অপরের সাথে দেখা করছে এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। তবে সভাপতি পদে ২জন প্রার্থী হলেও প্রচার-প্রচারণায় অনেক এগিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে এই স্লোগান নিয়ে প্রচারে নামা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির আইজীবীদের সব চেয়ে কাছের মানুষ, আপনজন কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড.অনুপ কুমার নন্দী। নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এ্যাড. অনুপ কুমার নন্দী এবং কুষ্টিয়া আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সহ-সভাপতি, সিনিয় সহ-সভাপতি সিনিয়র আইনজীবি এ্যাড. আব্দুল জলিল। সাধারণ সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বার বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) সিনিয়র আইনজীবি এ্যাড. নুরুল ইসলাম দুলাল, সিনিয়র আইনজীবি এ্যাড. আলহাজ্ব রফিকুল ইসলাম লালন, এ্যাডঃ শেখ মোঃ আবু সাঈদ ও এ্যাড. রফিকুল ইসলাম সবুজ। সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিনিয়র আইনজীবি এ্যাড. কাজী ইমদাদুল হক, এ্যাড. আব্দুল খালেক (১) ও এ্যাড. তানজিলুর রহমান এনাম। সহ-সভাপতি পদে সিনিয়র আইনজীবি এ্যাড. মঞ্জুরী বেগম ও এ্যাড. মোস্তফা সামসুজ্জামান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাড.আল মুজাহিদ হোসেন মিঠু, এ্যাড. এস, এম, মনোয়ার হোসেন মুকুল এবং এ্যাড.হাসান রাজ্জাক। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাড.আব্দুর রশিদ (২) ও এ্যাড.বুলবুল আহম্মেদ। লাইব্রেরী সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাড. খোন্দকার নাজমুল হক বিপু ও এ্যাড. এস.এম শাতিল মাহমুদ। সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাড. নাজমুন নাহার ও এ্যাড. আবদুস সাত্তার (শাহেদ)। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাড. আবুল হাশিম ও এ্যাড. মনিরুল ইসলাম (মনিরুল)। সিনিয়র সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাড.শামসুজ্জামান মনি, এ্যাড.আবু আজম, এ্যাড.তরুন কুমার বিশ্বাস, এ্যাড.কাজী সিদ্দিক আলী, এ্যাড. শহিদুল ইসলাম (বাবু) এ্যাড. নিজাম উদ্দিন ও এ্যাড. আব্দুর রহিম। জুনিয়র সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাড. শামীম হোসেন, এ্যাড. সাইফুল ইসলাম (দীপু) এ্যাড. মকলেছুর রহমান পিন্টু, এ্যাড. আমিনুর রশিদ (লালান), এ্যাড. রোকনুজ্জামান সাজু ও এ্যাড.ইমরান হোসেন দোলন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...