ইমরান হোসাইন,কুবি: বিএনসিসি ময়নামতি রেজিমেন্ট কর্তৃক আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আন্ত: রেজিমেন্ট সাহিত্য প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন শিক্ষার্থী পাঁচ ক্যারাগরিতে ১ম, ২য় এবং ৩য় স্হান অর্জন করেছেন।
৩১ অক্টোবর (রবিবার) ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুক হক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী খন্দকার নাঈমা আক্তার নূন। তিনি বঙ্গবন্ধুর আত্মজীবনীর ওপর প্রবন্ধ পাঠ (বাংলা ও ইংরেজি) এবং বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনে বঙ্গমাতার অবদান শীর্ষক তিনটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন; বঙ্গমাতার আদর্শ এবং বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনে বঙ্গমাতার অবদান শীর্ষক ক্যাটাগরিতে ৩য় স্হান অর্জন করেন প্রত্নতত্ত্ব বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী ক্যাডেট ল্যান্স কর্পোরাল তাসরিফা আক্তার এবং বঙ্গবন্ধুর আত্মজীবনীর ওপর প্রবন্ধ পাঠ (ইংরেজি) ক্যাটাগরিতে ২য় স্হান অর্জন করেন বাংলা বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী ক্যাডেট আবু জাফর।
পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী ক্যাডেট ল্যান্স কর্পোরাল তাসরিফা আক্তার তাঁর এই অর্জন সম্পর্কে বলেন, পুরস্কার পাওয়াটা আসলে ভালো লাগার। আর পুরো রেজিমেন্টের মাঝে এমন পুরস্কার প্রাপ্তি নিশ্চয়ই আনন্দদায়ক।
কুবি বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার ২/লে: (বিএনসিসিও) অধ্যাপক ড. মো: শামিমুল ইসলাম তাঁর ক্যাডেটদের এমন অর্জনের অনুভূতি সম্পর্কে বলেন, “এটা নিঃসন্দেহে কুবি প্লাটুনের জন্য অনেক বড় এক অর্জন। তাদের এই অর্জনে আমি প্লাটুন কমান্ডার হিসেবে নিজেকে গর্ববোধ মনে করছি। আমি আমার এবং প্লাটুনের পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত ক্যাডেটদেরকে শুভেচ্ছা জানাচ্ছি”