বান্দরবানে পাচিং উৎসব অনুষ্ঠিত

 

Bandarban-pba

পিবিএ,বান্দরবান: বান্দরবানে ধানের পোকা দমনে পাচিং উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে বান্দরবান সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বান্দরবান সদর উপজেলায় রাজবিলা ইউনিয়নের উদালবনিয়া পাড়ায় বোরো ধানের পোকামাকড় দমনের জন্য পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মো: আলতাপ হোসেন । এই সময় আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষিবিদ মো: ওমর ফারুক ,রাজ বিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যঅংপ্রু চেীধুরী , উপসহকারী কৃষিকর্মকর্তা হ্লাসিং মার্মা, ও খোরশিদা বেগম সহ ৬০ জন কৃষক কৃষাণী।

কৃষিবিদ মো: ওমর ফারুক বলেন পার্চিং এর উদ্দেশ্য হলো পরিবেশ রক্ষার জন্য কীটনাশক ব্যবহার না করে কৃষকের খরচ কমিয়ে দেওয়ার একটি প্রকল্প যা বোরো ধানের ৬ টি ক্ষতিকারক পোকা যেমন মাজরা,পাতামোড়ানো পোকা,বিপিএইচ,গান্ধী পোকা,লেদাপোকা দমনের জন্য মাঠে মরা ডালপালা পুঁতে পোকা খেকো পাখী যেমন ফিঙ্গে পাখী বসার ব্যবস্থা করা যাতে পাখী ডালের উপর বসে ঐ সব পোকা খেতে পারে। পার্চিং প্রযুক্তি হলো পরিবেশ বান্দব প্রযুক্তি। এতে কৃষক লাভবান হয় ও ফসলের উৎপাদন খরচ কমে যায়।

পিবিএ/আরপি/হক

আরও পড়ুন...