ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

sher-pur-pba

পিবিএ,শেরপুর: শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্র“য়ারি) দুপুরে জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত টি-১০ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম-সেবা)। এসময় তিনি বলেন, শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধূলা করাও জরুরি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) রেজুয়ান দীপু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় শেরপুর জেলা দলকে ৭ উইকেটে হারায় নেত্রকোনা জেলা দল। খেলায় টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করে শেরপুর জেলা দল। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ৭.৩ ওভারে ৬৫ রান তুলে জয়ী হয়।

উল্লেখ্য, ওই টুর্নামেন্টে ময়মনসিংহ বিভাগের ৪টি জেলা শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা অংশ নিচ্ছে। আগামী ২২ ফেব্রুয়ারি ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

পিবিএ/এসটি/হক

আরও পড়ুন...