ইমরান হোসাইন,কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় জাদুঘর সংলগ্ন বনজায়া রিসোর্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ের সাথে প্রাণের সম্পর্ক গঠন করেছো। এই বিশ্ববিদ্যালয়ে ফুল ফুটবে, তোমরা ফুলের ঘ্রাণ খুব শীঘ্রই পাবে এবং আনন্দে আনন্দে জ্ঞান আহরণ করবে।
তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করছে, যা গৌরবের। বিশ্ববিদ্যালয় জীবনের সময়কে সঠিকভাবে ব্যয় করতে হবে। মনে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস হলো ম্যাজিক। বিশ্বাস সফলতা বয়ে আনে। তিনি বলেন, অপার সম্ভাবনাময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় হবে দেশসেরা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, শিক্ষার্থীদের জীবনের শ্রেষ্ঠ সময় হলো শিক্ষাজীবন। বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট শিক্ষার্থীদের জীবনের কৃতিত্বের স্বাক্ষর বহন করে থাকে। আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ভাল মানুষ হবার জন্য। তাই ভাল বন্ধু তৈরী করতে হবে এবং সময়কে ভাগ করে কাজে লাগাতে হবে। তবেই পরিপূর্ণ মানুষ হতে পারবেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।