আইপিএলের সম্ভাব্য তারিখ জানাল বিসিসিআই

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ পূর্বেই জানিয়েছিলেন আইপিএলের ১৫তম আসর দেশের মাটিতে বসবে।

এবার তিনি আইপিএল শুরুর সম্ভাব্য তারিখও জানিয়ে দিলেন।

বিসিসিআই সচিব জয় শাহ বলেন, বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ২০২২ সালে ২ এপ্রিল শুরু হতে পারে।

গত শনিবার চেন্নাই সুপার কিংসকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিসিসিআই সচিব চেন্নাই সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি জানি আপনারা সবাই চেন্নাই সুপার কিংসকে তাদের মাঠেই খেলতে দেখতে চান। সেই মুহূর্তটার জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। আইপিএলের ১৫ তম আসর বসবে ভারতে। এবার ২টি নতুন দল যোগ দেওয়ায় আগের থেকে আরও আকর্ষনীয় টুর্নামেন্ট হবে।

আরও পড়ুন...