সেঞ্চুরিটা বড় করা হলো না লিটনের

আগের দিনের পুরোটা সময় দারুণ সাবলীল ছিলেন। ছুঁয়েছিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেই লিটন দাস ফিরলেন দ্বিতীয় দিনের শুরুতেই। তাতে সেঞ্চুরিটাকে আরও বড় করা হলো না তার।

প্রথম দিন শেষ করেছিলেন ১১৩ রান নিয়ে। দ্বিতীয় দিনে তার সঙ্গে যোগ করতে পারলেন মাত্র একটি রান। দিনের দ্বিতীয় ওভার করতে এসেছিলেন হাসান আলী। শেষ বলটা ভেতরে ঢুকে গিয়েছিল হঠাৎ। লিটনের রক্ষণ ভেদ করে সেটা আঘাত হানে তার প্যাডে।

এলবিডব্লিউর জোরালো আবেদন শুরুতে নাকচ করে দিয়েছিলেন আম্পায়ার মাইকেল গফ। তবে রিভিউ নিয়ে সফল হন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

তাতেই ইতি ঘটে লিটনের দারুণ সুন্দর ইনিংসটির। গতকাল ৪৯ রানে চতুর্থ উইকেট পতনের পর এসেছিলেন ক্রিজে। মুশফিককে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কাটা সামলেছেন প্রথমে, এরপর শক্তপোক্ত ভিতের ওপর দাঁড়িয়ে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটি।

আরও পড়ুন...