অবশেষে হাইকোর্ট সাংবাদিকদের এজলাস কক্ষে বসার ব্যবস্থা করে দিলেন

পিবিএ,ঢাকা: হাইকোর্টের একটি বেঞ্চ সাংবাদিকদের এজলাস কক্ষের সামনের সারিতে বসার ব্যবস্থা করে দিলেন ।

সোমবার সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জে করা রিটের আদেশ ঘোষণাকালে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে সাংবাদিকদের এ সুযোগ মেলে।

High Court_PBA--3

আদেশের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে এ সময় বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী আদালত কক্ষে আসেন। রায় ঘোষণার একপর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি শেখ হাসান আরিফ রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমানের কাছে জানতে চান, সাংবাদিকেরা পেছনের সারিতে দাঁড়িয়ে কেন? তারা কি বেঞ্চে বসতে পারেন না।

জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, সাংবাদিকেরা চাইলে পেছনের সাড়ির বেঞ্চে বসতে পারেন। আদালত বলেন, পেছনের বেঞ্চে বসলে তো তারা কিছুই শুনতে পাবেন না। তারা দাঁড়িয়ে থাকলে আমাদেরও দেখতে খারাপ লাগে। প্রধান বিচারপতির বেঞ্চে, জাতীয় সংসদে সাংবাদিকদের বসার ব্যবস্থা আছে। কিন্তু এখানে নেই কেন?

এরপর আদালত সাংবাদিকদের এজলাসের সামনের দিকে বসার ব্যবস্থা করার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মৌখিকভাবে নির্দেশ দেন। এরপর সাংবাদিকেরা এজলাসের দ্বিতীয় সারির বেঞ্চে আইনজীবীদের সঙ্গে বসে সংবাদ সংগ্রহ করেন।

পিবিএ/জেআই

আরও পড়ুন...