কুবির ক্যাফেটেরিয়া এখন আনসারদের আবাসস্থল

ইমরান হোসাইন,কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নিরাপত্তার জন্য নিয়োজিত আনসারদের পুরনো ক্যাম্পের সংস্কার কাজ চলতে থাকায় ক্যাফেটেরিয়াই এখন তাদের আবাসস্থল।
ফলে বিশ্ববিদ্যালয় খোলার প্রায় এক মাস পেরিয়ে গেলেও চালু হয়নি ক্যাফেটেরিয়া। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজা মীম বলেন,’করোনাকালীন বন্ধ শেষে বিশ্ববিদ্যালয় খোলার পর আশা করেছিলাম আবার আগের মতো ক্যাফেটেরিয়ায় বন্ধুদের সাথে বসা হবে, হবে গান, আড্ডা আর এর মাঝে হবে নাস্তা কিংবা দুপুরের খাবার। কিন্তু ক্যাফেটেরিয়া না খোলায় আগের সেই হইহল্লার আমেজটা যেনো এবার আর পাচ্ছিনা’।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ দেলোয়ার হোসেন বলেন,’ক্যাফেটেরিয়া বন্ধ থাকার ব্যাপার টা দুঃখজনক।এর কারণে,আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে, বাহিরের হোটেল গুলোতে বেশি দামে নিম্নমানের খাবার খেতে হচ্ছে। স্বাস্থ্যঝুঁকি ব্যাপার টা তো আছেই।তাই অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি’।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের তথ্য মতে, বন্ধ ক্যাফেটেরিয়াতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কাজে নিয়োজিত ২৯ জন আনসার সদস্যের জন্য অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সহকারি রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার বলেন, ‘এখন আনসার ক্যাম্পের মেরামত কাজ চলছে।কাজ শেষ হলে তাদের ক্যাম্পে স্থানান্তর করার পর ক্যাফেটেরিয়া খুলে দেয়া হবে।’

মেরামত কাজ শেষ হওয়া প্রসঙ্গে প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী(সিভিল) সবুজ বড়ুয়া বলেন, ‘আনসার ক্যাম্পের সংস্কার কাজ চলছে। কিছু কাজ বাকি আছে। সেগুলো শেষ হতে আরো ১৫ দিনের মতো সময় লাগবে’।

আরও পড়ুন...