বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি আসরের প্রথম রাউন্ডে চট্টগ্রামে বিসিবি উত্তরাঞ্চলের মুখোমুখি হয়ছে ওয়ালটন মধ্যাঞ্চল। ম্যাচের দ্বিতীয় দিনে আজ (সোমবার) দাপুটে সেঞ্চুরি তুলে নিয়েছেন মধ্যাঞ্চলের দুই ওপেনার মোহাম্মদ মিঠুন ও মিজানুর রহমান। উত্তরাঞ্চলকে ২১৯ রানে অলআউট করে ওপেনিং জুটিতেই এই রান শোধ করে লিডের পথে মধ্যাঞ্চল।
মিঠুন ১৬১ বলে ১৫ চার ও ১টি ছয়ের মারে ১১৪ রানে অপরাজিত আছেন। দিনের দ্বিতীয় সেশনে মিজানুর ব্যাট করতে নামবেন ১০১ রান নিয়ে। ১৬৩ বলের ইনিংসটি এই ওপেনার সাজিয়েছেন ১৬টি চার ও ১টি ছয়ের মারে।
বিসিবি উত্তরাঞ্চলকে ২১৯ রানে গুটিয়ে দেওয়ার পর কোন উইকেট না হারিয়ে ৬১ রানে প্রথম দিন শেষ করে মধ্যাঞ্চল। আজ দ্বিতীয় দিনে মিঠুন ৪৩ ও মিজানুর ১৮ রান নিয়ে খেলা শুরু করেন। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবার ওপেনিংয়ে নামা মিঠুন নিজের নতুন পজিশনে প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখলেন সেঞ্চুরি হাঁকিয়ে। ১৪৫ বলে প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরির দেখা পান মিঠুন।
মিঠুনের সেঞ্চুরির পর একই পথে হাঁটেন আরেক ওপেনার মিজানুরও। ১০১ রানে অপরাজিত আছন তিনি। দুই ব্যাটসম্যানের দাপুটে ব্যাটিংয়ে কোন উইকেট না হারিয়েই উত্তরাঞ্চলের করা ২১৯ রান শোধ করেছে মধ্যাঞ্চল। দ্বিতীয় সেশনে লিড নিতে আবার ব্যাটিং নামবেন মিঠুন-মিজানুর।