পিবিএ ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশের নিদামানুরু গ্রামের সরকারি স্কুলে চলছিল নবম শ্রেণির ক্লাস। ক্লাসে উপস্থিত ছিলেন শিক্ষক। ক্লাসের পিছনের দিকে বসে সফ্ট ড্রিঙ্কের বোতলে চুমুক দিচ্ছিল দু’জন ছাত্রী। তা দেখে সন্দেহ হয় শিক্ষকের। কাছে যেতেই তিনি বুঝতে পারেন, ওই দুই ছাত্রী ক্লাসে বসে মদ্যপান করছে। তারপরই স্কুল থেকে পত্রপাঠ বিদায় করা হয় তাদের।
ঘটনার সময় ক্লাসে উপস্থিত শিক্ষকের কাছ থেকে জানা গেছে, ক্লাসে ওই দুই ছাত্রীর আচরণ স্বাভাবিক ছিল না। তাদের কাছে গিয়ে কথা বলার সময় তাদের মুখ থেকে মদের গন্ধ আসছিল।
সরকারি স্কুলের প্রধান শিক্ষক বাট্টু সুরেশ কুমার জানিয়েছেন, তাদের স্কুলে এই ধরনের ঘটনা এই প্রথমবারের জন্য ঘটল। তিনি বলেছেন, ‘অভিযুক্ত ওই ছাত্রীরা জানিয়েছে তাদের উভয়ের বাবা মদে আসক্ত। বাড়িতে নিয়মিত মদ খান তারা। বাবার বোতলে পড়ে থাকা মদ খেয়েই তাদের মদ খাওয়ার অভ্যাস হয়েছে।’ ওই স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুই ছাত্রীর খারাপ অভ্যাসের প্রভাব অন্য ছাত্রীদের মধ্যে যাতে ছড়িয়ে না পড়ে সে জন্যই তাদের বহিষ্কার করা হয়েছে।
কিন্তু স্কুল কর্তৃপক্ষের এই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সমাজকর্মীরা। তাদের বক্তব্য, স্কুল থেকে বহিঃষ্কার কোনও সমাধান হতে পারে না। ওই ছাত্রীদের বহিষ্কারের বদলে তাদের কাউন্সেলিং করানোর পক্ষে জোর দাবি জানান সমাজকর্মীরা।
পিবিএ/জিজি