নেট মাতাচ্ছেন ‘আফ্রিকায় সবচেয়ে শক্তিশালী’ সৈনিক!

ghana

পিবিএ ডেস্ক : সাধারণত অভিনেতা, সঙ্গীতশিল্পী, খেলোয়াড়দের নিয়েই মেতে থাকে নেট ইউজাররা। তাদের ছবি কর্মকাণ্ড নিয়ে বিশেষ কৌতূহল দেখা যায় অনুরাগীদের মধ্যে। তবে নিজ নিজ কীর্তির কারণেও অনেকেই জনপ্রিয়তা লাভ করে নেটে। ইন্টারনেটের তেমনই এক নতুন সেনসেশন ঘানার সৈনিক রেমন্ড কোয়াকু। তার ইমপ্রেসিভ শরীরী গঠনেই মজে রয়েছে নেট দুনিয়া।

বলা হচ্ছে, রেমন্ডই নাকি আফ্রিকার সবচেয় শক্তিশালী মানুষ। তবে এই তথ্য যাচাই করে দেখা সম্ভব হয়নি। সোশ্যাল মিডিয়ায় সেনা পোশাক পরা ছবি এবং জিম করার ছবি পোস্ট করেছেন এই সৈনিক। যা নিয়ে বেশ আলোচনা চলছে ইন্টারনেটে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, হাতে বন্দুক নিয়ে দৃপ্ত পায়ে ঝোঁপের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন রেমন্ড। রয়েছে তার শরীরচর্চার ছবিও।

পিবিএ/জিজি

আরও পড়ুন...