পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের হতদরিদ্র আব্দুল বাতেন খন্দকারের শিশুপুত্র ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিরছাত্র আতিকুর রহমান খন্দকার আসিফ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আজ সে মৃত্যুর পথে ধাপিত হচ্ছে।
অসুস্থতার কারনে তার এখন আর স্কুলে যাওয়া হচ্ছে না। চিকিৎসার অভাবে যতদিন যাচ্ছে শিশু আসিফের দেহ ততই ক্ষয় হচ্ছে। হাড্ডিসার হয়ে দুর্বল হয়ে পড়ছে সে। এভাবে আরো কিছু দিন অতিবাহিত হলে শিশু আসিফ যেন এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করবে এমন আশঙ্কা করছে আসিফের পরিবার।
আসিফের পিতা আব্দুল বাতেন খন্দকার জানান, শিশু আসিফ গত দুইমাস ধরে হঠাৎ দুর্বল হয়ে পড়ে। ধীরে ধীরে তার শরীর শোকাতে থাকে। কাঁশলে মুখ দিয়ে কালো রক্ত বের হয়, এখন তার হাত-পায়ের নকের মাথা দিনদিন বড় হচ্ছে, ঘাড় ও কোমর ব্যথা করছে, শরীরের যে কোন অংশে সামান্য আঁচর লাগলে কালো রক্ত বের হচ্ছে।
এ অবস্থায় পরিবারের পক্ষ থেকে আসিফকে লালমনিরহাটের রাফি মেডিকেলের চিকিৎসক মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শরিফুল ইসলাম রতনের কাছে নেয়া হলে তিনি আসিফকে দেখে তার ভাল্ব নষ্টের উপক্রম,মেরুদন্ডের হাড় ফুটো হওয়ায় দ্রুত অপারেশনের জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দেন। অপারেশন প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। কিন্তু ছেলের চিকিৎসা বাবদ এতো টাকা পাওয়া নিয়ে চরম হতাশাগ্রস্ত হয়েছেন শিশু আসিফের পরিবার।
তারা তাদের বেঁচে থাকার সম্বল বসতভিটার ১৬ শতাংশ জমি বিক্রি করেও এতো টাকা যোগাড় করা তাদের পক্ষে অসম্ভব। এজন্য তারা তাদের কোলের সন্তানকে বাঁচাতে দেশ-বিদেশের স্ব-হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
রোগাক্রান্ত শিশু আসিফের আকুতি, আপনারা আমাকে বাঁচাতে সাহায্য করুন, আমি বাঁচতে চাই। আমি ভালো হয়ে স্কুলে যাবো। লেখাপড়া করে বড় হয়ে মানুষের সেবা করবো।
শিশু আসিফকে সাহায্য পাঠার ঠিকানা- আসিফ, প্রযন্তে-আব্দুল বাতেন খন্দকার, সঞ্চয়ী হিসাব নং-৫২০৫০০১০২৯৬০১, সোনালী ব্যাংক লিঃ ফুলবাড়ী শাখা, কুড়িগ্রাম। প্রয়োজনে আসিফের পিতার এই মোবাইল নম্বরে ০১৭৭৩-৪৫১৮৭৭ (বিকাশ ও রকেট) এর মাধ্যমে সাহায্য পাঠানো যাবে।
পিবিএ/ইউএ/এমএসএম