আকরাম খান আর থাকছেন না, তিনি থাকতে চান না- এ খবর চাউর হয়ে গিয়েছিল আগেই। শেষ পর্যন্ত সেটাই সত্য হলো।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটিতে এসেছে পরিবর্তন। ৮ বছর এই পদে থাকা আকরাম খান আর ক্রিকেট অপসের চেয়ারম্যান নন।
নতুন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হয়েছেন সাবেক ক্রিকেটার ও বোর্ডের অন্যতম সিনিয়র পরিচালক জালাল ইউনুস চৌধুরী।
অন্যদিকে ক্রিকেট অপসের সহসভাপতি রাখা হয়েছে খালেদ মাহমুদ সুজনকে। এছাড়া তাকে টুর্নামেন্ট কমিটিরও সহসভাপতি করা হয়েছে।
ক্রিকেট অপারেশন্স থেকে সরে যাওয়া আকরাম খানকে করা হয়েছে হাই পারফরমেন্স ইউনিটের সহসভাপতি। নাইমুর রহমান দুর্জয় এই কমিটির প্রধান। এছাড়া স্পেশালিটি ম্যানেজমেন্ট ও ফিজিক্যালি চ্যালেঞ্জড দায়িত্ব পালন করবেন আকরাম।