ট্রাফিক আইন লঙ্ঘনে ৩১ লক্ষাধিক টাকা জরিমানা

dmp-mamla-PBA

পিবিএ,ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫৫৮৫টি মামলা ও ৩১,১৯,৪০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও ২৫টি গাড়ি ডাম্পিং ও ৯০০টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ এসব মামলা ও জরিমানা করে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১০৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১২০টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৫টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১১টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২৪২৬টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১১৩টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৮টি ভিডিও মামলা দেয়া হয়।

পিবিএ/আরআর/এফএস

আরও পড়ুন...