কবি আল মাহমুদ স্মরণে শাবিতে স্মরণসভা অনুষ্ঠিত

writer-al-mahmud-shabi-PBA

পিবিএ,শাবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমকালীন বাংলা সাহিত্যের প্রধান কবি সদ্য প্রয়াত কবি আল মাহমুদ এর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন “বি”এর বাংলা বিভাগের ৩০৪ নং কক্ষে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ সমিতির আয়োজনে এবং সমিতির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মিলন এর সঞ্চালনায় স্মরণ সভায় বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক রিজাউল ইসলাম, সিনিয়র অধ্যাপক অধ্যাপক আব্দুর রহিম অধ্যাপক ফয়জুল হক, অধ্যাপক শিরীন আকতার সরকার, সহযোগী অধ্যাপক জফির সেতু, সহকারী অধ্যাপক এবং বাংলা সমিতির কোষাধ্যক্ষ সরকার সোহেল রানা,সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রভাষক সঞ্জয় বিক্রম, প্রভাষক আবু বকর সিদ্দিক,প্রভাষক আঞ্জুমান আরা, সমিতির সহ-সভাপতি এমদাদুল হক মিলন, সহ-সম্পাদক বিভাষ দেবনাথ, সাহিত্য বিষয়ক সম্পাদক কাউছার মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মণিসংকর সরকার, ক্রীড়া সম্পাদক আমির হামজা, কার্যকরী সদস্য মোজাম্মেল হকসহ অন্যান্য সদস্য এবং বাংলা বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কবি আল-মাহমুদ এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

স্মরণ সভায় সভাপতি এবং ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক রিজাউল ইসলাম তার বক্তব্যে বলেন ” একজন কবি আল-মাহমুদ এর চলে যাওয়া, বাংলা সাহিত্যে একধরনের শূন্যতা। সাহিত্যে তার অবদান অনেক। কবির লেখনির ভেতর দিয়ে পাঠক এবং মানুবমনে চিরকাল তিঁনি স্মরণীয় থাকবেন।

কবি আল মাহমুদ একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন। তিঁনি ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। কবি আল মাহমুদ আধুনিক ভাষা কাঠামোর ভেতরে আঞ্চলিক শব্দের প্রয়োগ ঘটিয়ে তিনি হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সক্রিয় থেকে যিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাকভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। গত ১৫ ফেব্রুয়ারি কবি আল মাহমুদ(৮২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পিবিএ/এইচএইচআর/এফএস

আরও পড়ুন...