নির্মানের এক যুগেও শহীদ মিনারে ফুল দেয়নি কেউ

jhinaidoho-park-shahid-mina

পিবিএ,ঝিনাইদহ: ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঝিনাইদহের প্রায় সব শহীদ মিনার ধুয়ে-মুছে পরিপাটি করা হলেও অযত্ন আর অবহেলায় পড়ে আছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে শিশু পার্কটির মধ্যে নির্মিত শহীদ মিনারটি। প্রায় এক যুগ এভাবেই পড়ে আছে শহীদ মিনারটি। নির্মানের পর থেকে কেউ কোনো দিন এ শহীদ মিনারে ফুল দেয়নি।

উপজেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই শহীদ মিনারটির সামনে দিয়ে চলাচল করলেও এই শহীদ মিনারটি পড়ে আছে সব চক্ষুর আড়ালে। ঘাস-লতাপাতা আর অর্ধেক মাটিতে ভরা। এমনকি শহীদ মিনারটি রং করাও হয়নি কখনো।

খোঁজ নিয়ে জানা গেছে, কালীগঞ্জ উপজেলা পরিষদের শিশুপার্কের মধ্যে প্রায় এক যুগ আগে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ও তাদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারটি নির্মিত হয়।

নির্মাণের পর থেকেই শহীদ মিনারটি অযত্ন আর অবহেলায় পড়ে আছে। প্রশাসনের একেবারে ঘরের মধ্যে নির্মিত তবুও এই শহীদ মিনারটি লতাপাতা আর ঘাসে ভরে গেছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা জানান, উপজেলা পরিষদের মধ্যে আরেকটি বড় শহীদ মিনার তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে এই শহীদ মিনারটি কী করা হবে।

পিবিএ/এএস/এফএস

আরও পড়ুন...