সংসার খরচের টাকা বাঁচিয়ে শহীদ মিনার নির্মাণ করলেন আলেয়া!

shaheed

পিবিএ, টাঙ্গাইল : ২১ শে ফেব্রুয়ারি শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে মাথা নত হয়ে আসে। চোখের সামনের ভেসে ওঠে সালাম, বরকত, রফিক, জব্বারসহ সব শহীদদের মুখ। অনুরণন হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। ভাষা দিবসে সম্মান জানাতে এক মা তিল তিল করে জমানো টাকায় গড়ে তুললেন শহীদ মিনার।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার প্রতিমাবংকী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। এই স্কুলেরই সহকারী শিক্ষিকা বেগম আলেয়া ফেরদৌসী। নিজের জমানো ৩৬ হাজার টাকায় ২০১৮ সালের মে মাসে স্কুলে একটি শহীদ মিনার নির্মাণ করেন তিনি। এই স্কুলটিতে আগে কোনো স্থায়ি শহীদ মিনার ছিল না। ফলে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারত না স্কুলের পড়ুয়ারা। তবে এবারের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্কুলের শিক্ষার্থী ছাড়াও আশপাশের মানুষ ভাষা শহীদদের শ্রদ্ধার্ঘ নিবেদন করতে পারবেন।

আগামীকাল বৃহস্পতিবার সকালে এই মিনারে প্রথমবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে সেকি উত্তেজনা! আলেয়া ফেরদৌসী বলেন, ‘আমাদের গ্রাম থেকে সখীপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারটি প্রায় তিন কিলোমিটার দূরে। এ গ্রামের মানুষ ও শিক্ষার্থীদের কখনও সেখানে গিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হত না। ১৯৯৯ সালে ইউনেসকো ২১ ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর স্কুলে একটি শহীদ মিনার তৈরির স্বপ্ন জাগে। এরপর থেকে প্রতি মাসের বেতন থেকে সাংসারিক খরচ মিটিয়ে উদ্বৃত্ত টাকা জমানো শুরু করি।’

২০১৭ সালে স্কুল পরিচালন কমিটিকে এ বিষয়ে জানান আলেয়া ফেরদৌসী। কর্তৃপক্ষ অনুমতি দিতে নির্মাণ কাজ শুরু করেন তিনি। এতে খরচ হয়েছে প্রায় ৩৬ হাজার টাকা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ আলমগীর হোসেন জানান, নতুন এ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষার্থী, বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকাবাসী এ দিন ভোরে শহীদ মিনারে উপস্থিত থাকবেন।

পিবিএ/জিজি

আরও পড়ুন...