ধলেশ্বরীতে ভেসে উঠলো মা-মেয়েসহ ৪ জনের মরদেহ

ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনার চারদিন পর চারজনের মরদেহ নদীতে ভেসে উঠেছে। রবিবার (০৯ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা ধর্মগঞ্জ ঘাট এলাকা থেকে লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক আব্দুল্লা আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রলারডুবির ঘটনাস্থল থেকে কিছুরা দূরে ৪ জনের মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়লা। তাদের দেওয়া খবরের ভিত্তিতে এসে লাশগুলো উদ্ধার করা হয়। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে, ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ হয় ১০ জন। এ ঘটনায় এখনো ৬ যাত্রী নিখোঁজ রয়েছে।

উদ্ধারকৃত লাশের মধ্যে এক পরিবারের চারজন নিখোঁজ হওয়া জেসমিন আক্তার নামে এক নারী ও তার মেয়ের মরদেহ রয়েছে। তবে অন্যদের পরিচয় শনাক্ত করা যায়নি এখনো।

আব্দুল্লা আল আরেফিন জানান, ডুবে যাওয়া ট্রলারটি এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে, ট্রলারডুবির ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। ১০ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়ুন...