কেরাণীগঞ্জে বিদেশী অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

পিবিএ,ঢাকা: গত (৯ জানুয়ারি ) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুর বাসষ্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ১ জন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আকাশ হাওলাদার (২১) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১টি বিদেশী শর্টগান, ৬টি শর্টগানের কার্তুজ, ১টি শর্টগানের সাইলেন্সার ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকাসহ ঢাকা মহানগরের অন্যান্য এলাকায় সুবিধামত স্থানে বিভিন্ন লোকজনদের অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালানা এবং একই সাথে লাইসেন্স ব্যতীত অবৈধ অস্ত্রের কেনাবেচা করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় অস্ত্র মামলা রুজু করা হয়েছে।

পিবিএ/জেডএইচ

আরও পড়ুন...