লিবারেল মাইন্ডসের সহ-সভাপতি রাজু, সম্পাদক বায়েজিদ

ইমরান হোসাইন,কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন লিবারেল মাইন্ডস’র কার্যনির্বাহী পরিষদ ২০২২ এর কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী রাজু বড়ুয়া এবং সম্পাদক হিসেবে একই সেশনের শিক্ষার্থী মো. বায়েজিদ মিয়া।

১২ জানুয়ারি ( বুধবার) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রেনেঁসা আহমেদ সায়মা’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও কমিটি স্থান প্রাপ্ত সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ মো. আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাজিব মিয়া, সহ ক্রীড়া সম্পাদক(ছেলে) জামাল হোসাইন, সহ ক্রীড়া সম্পাদক (মেয়ে) আয়েশা সিদ্দীকা, রিড়িং সার্কেলের আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য সচিব সায়িদা আফরিন, ডিবেট এন্ড ল্যাগুয়েজ ক্লাবের আহ্বায়ক সুস্মিতা সাহা, সদস্য সচিব আফরাজা কবির, ইংলিশ থিয়েটারের আহ্বায়ক মোসাম্মত সালমা আক্তার, সদস্য সচিব মারুফ হোসাইন, কালচারাল এন্ড মিউজিক ক্লাবের আহ্বায়ক সাবরিনা সোলতানা জলি,সদস্য সচিব সুদীপ্তা সাহা।

আরও পড়ুন...