ভুল পুলিশের হলেও তার মাশুল দিয়েছেন শুক্কুর শাহ। পুলিশ আদালতে ক্ষমা চেয়ে পার পেলেও শুক্কুর জেল থেকে বেরিয়ে ফিরে পাননি তার স্ত্রীকে। তাইতো তাদের সুখের সংসারের স্মৃতিচিহ্ন ছেলেকে জড়িয়ে অঝোরে কাঁন্নায় ভেঙে পড়েন তিনি। পুলিশের ভুলে জাহালাম, শুক্কুরের পরে একই দৃশ্যের কুশীলব হবেন কে? ছবিটি শুক্কুর শাহার নিজ বাসা থেকে তোলা। ছবি: পিবিএ