পিকআপভ্যান জব্দ

রাজধানীতে ৯৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিবিএ,ঢাকা: গত ১৪ জানুয়ারি র‌্যাব-১০’র একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন কদমতলী জোড়া খাম্বা এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক আটাশ লক্ষ পঁঞ্চাশ হাজার) টাকা মূল্যের ৯৫ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মামুন (৩৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপভ্যান, ১টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- এগার হাজার চারশত পনেরো টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

পিবিএ/জেডএইচ

আরও পড়ুন...