চকবাজারে মৃত্যুর মিছিল: নিহতের সংখ্যা বেড়ে ৭৮

অগ্নিকাণ্ড
রাজধানীর চকবাজারে চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

পিবিএ,ঢাকা: পুরান ঢাকার চকবাজারে চার তলা একটি বাড়িসহ কয়েকটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ পাওয়া খবরে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় জানা গেছে এখন পর্যন্ত ৭৮টি মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন। পুড়ে যাওয়া লাশগুলো এখনো শনাক্ত করা যায়নি।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার নয় ঘণ্টা পরও তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। অগ্নি নির্বাপক বাহিনীর ৩৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। সকালে হেলিকপ্টারে করে উপর থেকে পানি ছিটানো হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) এ কে এম শাকিল নেওয়াজ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ভেতরে এখনও জ্বলছে। রাসায়নিকসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন পুরো নেভাতে অনেক সময় লাগবে।

নিহতদের মধ্যে পুরুষ ৬৬ জন, নারী ৭ জন ও শিশু ৫ জন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে দগ্ধ ৯ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি, একজন আইসিইউতে চিকিৎসাধীন।

আগুনে মৃতদের অনেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। তাদের কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন: গোসকামতার বাজারের দুই ভাই রাজু ও রানা; নাটেরশর বাজারে বটতলীর শাহাদাত হোসেন হিরা, মির্জা নগরের আনোয়ার হোসেন মঞ্জু ও নাছির।

মৃতদের তালিকা করছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...