বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার দুই বিদেশীর ব্যাটে ঝড়ো শুরু পেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে ইনিংসের মাঝপথে সেটি আর ধরে রাখতে পারেনি তারা। তবে শেষ দিকে আবারো ছোট ঝড়ে ভালো সংগ্রহ পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
নির্ধারিত ২০ ওভারে চট্টগ্রামের সংগ্রহ ৭ উইকেটে ১৯০ রান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম। তার সিদ্ধান্ত ভুল প্রমানেই যেন মাঠে নামেন চট্টগ্রামের দুই ওপেনার কেনার লুইস ও উইল জ্যাকস। প্রথম ওভারেই দুজন যোগ করেন ২৩ রান।
তবে দ্বিতীয় ওভারেই আঘাত হানেন কামরুল ইসলাম রাব্বী। ৭ বলে ১৭ রান করা জ্যাকসকে ফেরান তিনি। তবে থেমে থাকেননি লুইস। মাত্র ৩ ওভারেই স্কোরবোর্ডে ৪৮ রান তুলে ফেলে চট্টগ্রাম। এরপরই ছন্দপতন।
দলীয় ৫২ রানে লুইস ও ৬৯ রানে আফিফ আউট হন। এর আগে তারা করেন যথাক্রমে ২৫ ও ১৫ রান। এরপর ইনিংস ধীরে ধীরে এগিয়ে নিতে থাকেন সাব্বির রহমান ও মেহেদী মিরাজ।
শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। মিরাজ ৩০, সাব্বির ৩২ ও শামীম হোসেন ৯ রান করেন। শেষ দিকে বেনি হাওয়েল ও নাঈম ইসলামের ঝড়ে চট্টগ্রামের বড় সংগ্রহ নিশ্চিত হয়।
হাওয়েল ৩৪ রানে অপরাজিত থাকেন। শেষ বলে রান আউট হওয়ার আগে ৫ বলে ১৫ রান করেন নাঈম। খুলনার হয়ে কামরুল ইসলাম দুটি, ফরহাদ রেজা ও নাভিন উল হক একটি করে উইকেট নেন।