ইসলামাবাদে গ্রেফতার সিন্ধুর স্পিকার!

Durrani

পিবিএ ডেস্ক : নজিরবিহীনভাবে পাকিস্তানের ইসলামাবাদে গ্রেফতার হলেন সিন্ধু বিধানসভার স্পিকার আঘা সিরাজ দুররানি। ইসলামাবাদের এক হোটেল থেকে বুধবার তাকে গ্রেফতার করে পাকিস্তানের শীর্ষ দুর্নীতি দমন সংস্থার কর্মকর্তারা। দলীয় নেতা তথা স্পিকারের এই গ্রেফতারিতে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ পাকিস্তান পিপলস পার্টি। এদিন তারা তীব্র প্রতিবাদ জানায়। পিপিপি’র বক্তব্য, স্পিকারের এরকম গ্রেফতার মানা যায় না।

সূত্রের খবর, পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনও বিধান সভার বর্তমান স্পিকারকে গ্রেফতার করা হল। পাকিস্তানের জাতীয় দুর্নীতি দমন সংস্থা, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর করাচি শাখার কর্মকর্তারা তাকে গ্রেফতার করেছেন।

ক্ষমতার অপব্যবহার, বেআইনিভাবে নিয়োগ, তছরুপসহ একাধিক অভিযোগ আনা হয়েছে স্পিকারের বিরুদ্ধে। এনএবি জানায়, স্পিকার কখন সিন্ধু রাজ্যের বাইরে যাবেন, তার জন্য তারা অপেক্ষায় ছিলেন। সিন্ধুতে গ্রেফতার করলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে আশঙ্কা করেই এই সিদ্ধান্ত।

পিবিএ/জিজি

আরও পড়ুন...