পিবিএ,ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৭০টি মরদেহ উদ্ধার হয়েছে। একই সঙ্গে চলছে উদ্ধার তৎপরতা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী এতথ্য জানান।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের নিরলস পরিশ্রমের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। এখন পুরো ভবন খুঁজে দেখা হচ্ছে আর কোনো মৃতদেহ আছে কিনা। আমরা মনে করছি আরও কয়েকজনের মৃতদেহ থাকতে পারে। পুরো ভবনটি খুঁজে দেখার পর তা বোঝা যাবে।
আইজিপি বলেন, এটা কেমিক্যাল গোডাউন। রাসায়নিক পদার্থ ছিল। ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। আশপাশেও তা ছড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল। বুধবার রাত সাড়ে ১০টার দিকে চুড়িহাট্টা মসজিদের পাশে হাজী ওয়াহেদ মিয়ার বাড়িতে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের আরও চারটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
রাতেই দগ্ধ-আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া শুরু হয়। দগ্ধ, আহত ও তাদের স্বজনের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।
পিবিএ/বাখ