বাংলায় রায় দেওয়াকে উৎসাহিত করছি: প্রধান বিচারপতি

পিবিএ,ঢাকা: এখন অনেক বিচারপতি বাংলায় রায় দিচ্ছেন। আমরা বাংলায় রায় দেওয়াকে উৎসাহিত করছি। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, । ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, স্পেশাল অফিসার সাইফুর রহমানহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পিবিএ/বাখ

আরও পড়ুন...