নিটারে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনলাইনে অনুষ্ঠিত

দীপংকর ভদ্র দীপ্ত, নিটার: ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল এন্ড রিসার্চ (নিটার) অনলাইনে স্বাগত জানালো ১১তম ব্যাচের বিএসসি কোর্সের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের। মঙ্গলবার সকাল ১১টায় জুম অ্যাপের মধ্যমে নবীন শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের দক্ষ প্রকৌশলী তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এর মধ্যে একটি হলো নিটার। যা রাজধানীর অদূরে সাভারে ১৭ একরের শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিত লাভ করে শুরু থেকেই। শুরু তে একটি মাত্র ডিপার্টমেন্ট নিয়ে যাত্রা শুরু করলে বর্তমানে পাঁচটি ডিপার্টমেন্ট আছে নিটারে।

করোনা সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় অনলাইনের মাধ্যমেই ভার্চুয়াল ওরিয়েন্টেশন আয়োজন করা হয় ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বি.এসসি ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। যেখানে উপস্থিত ছিলেন প্রায় ৪০০ শিক্ষার্থী।

এসময়ে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হেড মামুনুর রশিদ বলেন, নিটারের ৫ টি ডিপার্টমেন্ট মিলে নিটার একটি ফ্যামিলি। বিটিমিএ কিভাবে নিটার পরিচালনা করেন সে সম্পর্কে নবাগত শিক্ষার্থীদের একটু ধারনা দেন।

আইপিই ডিপার্টমেন্টে হেড মাহমুদুল হাসান বলেন, ১৭ একরের ভিতরে সবাই একক বন্ধনে আবদ্ধ। সেটা হচ্ছে সবাই নিটারিয়ান। তিনি বলেন, ২০১৬-১৭ সেশনে আইপিই ডিপার্টমেন্টের যাত্রা শুরু হয় এবং তারা এখন বিভিন্ন ভাল ভাল প্রতিষ্ঠান গুলাতে জব করছেন। নবাগত শিক্ষার্থীদের এক প্রশ্নের উত্তরে, আইপিই ডিপার্টমেন্ট হেড মাহমুদুল হাসান বলেন, নিটারের শিক্ষার্থীদের জন্য খুব তারাতারি বাস আসার সম্ভাবনা আছে।

সিএসই ডিপার্টমেন্ট হেড উম্মে সারা বলেন, তোমরা সবাই জীবনের নতুন একটা অধ্যায়ে পা রাখলে আজ। ক্যাম্পাসে এসে বিভিন্ন ক্লাব ও কো-কারিকুলাম এক্টিভিটিস এ থাকার জন্য উৎসাহ প্রদান করেন। সবাইকে তাদের জীবনের উদ্দেশ্য খুজে বের করতে বলেন

প্রক্টর ফাতেহ-আলী পান্নী বলেন, প্রক্টরিয়াল বডির কাজ সম্পর্কে ধারনা দেন। কোনো সমস্যা হলে কি করতে হবে সেটার জন্য বলে। সিনিয়র জুনিয়রের বন্ডিং সম্পর্কে বলেন। সর্বশেষ ক্যাম্পাসের নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করেন।

হল সুপার নুরুন্নবী বলেন, অন্তত দুঃখের সাথে বলতে হচ্ছে প্রথম বর্ষের ছাত্রদের জন্য হলে সিট নেই। ছাত্রীদের সিটের তালিকা অফলাইনে ক্লাস শুরুর আগে প্রকাশ করা হবে। নিটার পরিবারে স্বাগত জানান।

ফ্যাশন ডিজাইন এন্ড এপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হেড এবং এডমিন ইন চার্জ ইসমাত জেরিন বলেন, নিটারে কোনো ধরনের সেশনজট নেই। করোনার মধ্যে দুইটা ব্যাচ বের হয়েছে এবং তারা এখন বিভিন্ন কোম্পানি তে জব করছে।

এছাড়া তিনি বলেন, করোনার মধ্যে তাদের একাডেমিক কার্যক্রমও কোনো ধরনের সমস্যা হয়নি। ২ টা সেমিষ্টার অনলাইনেই পরীক্ষা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে। ল্যাব গুলোর সম্পর্কে সবাইকে ধারনা দেন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং একাডেমিক ইন চার্জ মোঃ মাহবুব হাসান বলেন, ডিপার্টমেন্ট গুলোর সাফল্যতা এবং নিটারের শিক্ষার্থীদের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। তিনি মনে করেন নিটার ২০৪১ সালে বিশেষ করে টেক্সটাইল সেক্টরে বিশ্বকে লিড দিবে।

সর্বশেষ কোর্স কো-অর্ডিনেটরসহ সকল শিক্ষকেরা অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের জীবন সুন্দর ও সাফল্যমন্ডিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া তাদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার আহবান জানান।

আরও পড়ুন...