বাংলা একাডেমির নতুন সভাপতি সেলিনা হোসেন

বাংলা একাডেমির নতুন সভাপতি হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

‘বাংলা একাডেমি আইন, ২০১৩’-এর ধারা-৬ (১) এবং ৬(৩) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সেলিনা হোসেন এ নিয়োগ পেয়েছেন।

যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এক প্রতিক্রিয়ায় সেলিনা হোসেন বলেন, আমার সর্বোচ্চ দিয়ে বাংলা একাডেমির উন্নয়নে কাজ করবো। এজন্য সবার সহযোগিতা দরকার হবে।

এর আগে, ২০২১ সালের ৩০ নভেম্বর বাংলা একাডেমির সভাপতি স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, গবেষক এবং লেখক অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারা যান। এতে একাডেমির সভাপতির পদটি শূন্য হয়।

আরও পড়ুন...

preload imagepreload image